General Science questions for RRB GROUP-D AND NTPC

                 GENERAL SCIENCE



1.. বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী ধাতুর নাম কি?
      ---- রূপা

2.. সমুদ্রের গভীরতা কি দিয়ে মাপা হয়?
      ---- ফ্যাদোমিটার

3.. জীবের মৃত্যুর জন্য দায়ী জিন কে কি বলে?
      ---- Lethal Gene

4.. 'হাম' রোগ হয় কোন জীবাণু থেকে?
      ---- রুবেলা ভাইরাস

5.. ক্ষুদ্রতম জীবাণুর নাম কি?
    -- ডায়লিস্টার নিউমোসিনটেস

6.. মানবদেহের সবচেয়ে ছোট কোষ কি?
      ---- লিম্ফোসাইট

7.. বাষ্পমোচন এর হার পরিমাপের যন্ত্রের নাম কি?
      ---- গ্যানং পোটোমিটার

8.. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?
      ---- B12

9.. চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়?
      ---- লাইসোজাইম

10.. গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মুহূর্তের পিএইচ মান কত?
      ---- 7.3

11.. মানুষের চামড়া কি দিয়ে তৈরি?
     ---- এক্টোডার্মাল টিস্যু দিয়ে গঠিত

12.. 1হর্স পাওয়ার সমান কত ওয়াট?
     ---- 746 ‌‌ওয়াট

13.. 0° উষ্ণতায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ কত?
    ---- 332 m/sec

14.. দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন?
    ---- প্রোটিন

15.. হাইড্রোলিক যন্ত্রে কোন নীতির প্রয়োগ করা হয়?
    ---- পাস্কালের সূত্র

16.. শ্রেণিবিন্যাসের একক কে কি বলে?
     ---- Taxon

17.... জীবন্ত জীবাশ্ম মাছের নাম কি?
     ---- সিলাকান্থ

18.. ব্লিচিং পাউডার রাসায়নিক নাম কি?
     ---- ক্যালসিয়াম অক্সিক্লোরাইড

19.. প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কি?
    ---- ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট

20.. TYMV -র পুরো নাম কি?
    ---- Turnip yellow mosaic virus

21.. DNA -র মধ্যে অবস্থিত শর্করাটির একক কি?
    ---- রাইবোজ

22..  পেট্রলপাম থেকে কি গ্যাস বের হয়?
    ---- বেনজিন

23.. পৃথিবীতে সবচেয়ে বেশি কোন অধাতুটি আছে?
    ---- সিলিকন

24.. সালফার ডাই অক্সাইড উদ্ভিদের কি ক্ষতি করে?
    ---- ক্লোরোসিস রোগের কারণ

25.. সমুদ্রের গভীরতা কি দিয়ে মাপা হয়?
    ---- ফ্যাদোমিটার

26.. ক্লোরোফরম কে আবিষ্কার করেন?
    ---- জেমস সিমাসন

27.. পরমশূন্য তাপমাত্রায় মান কত?
    ---- (-২৭৩°c)

28.. কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অপর পদার্থকে জ্বলতে সাহায্য করে না ?
   ---- হাইড্রোজেন

29.. অ্যাকোয়া ফরটিস কোন অ্যাসিড কে বলা হয়? 
    ----নাইট্রিক অ্যাসিড

30.. ল্যাকটিক এসিড কোথায় সঞ্চিত থাকে?
    ---- পেশি কোষে

31.. জাতীয় বিজ্ঞান কেন্দ্র কোথায় অবস্থিত?
    ---- দিল্লি

32.. আলোর তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
    ---- ফটোমিটার

33.. দেহে রক্ত সৃষ্টিতে কোন এসিড সাহায্য করে?
    ---- ফোরিন্ট

34.. বিজ্ঞান দিবস কবে পালন করা হয়?
    ---- 28 শে ফেব্রুয়ারি

35.. জলে দ্রবণীয় ভিটামিনের নাম কি?
    ---- B & C

36.. মানুষের গ্লুকোমা রোগ কোন অঙ্গে হয়?
    ---- চোখে

37.. 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় কে আবিষ্কার করেন?
    ---- বিজ্ঞানী হোপ

38.. পলিও-র জন্য কি ভ্যাকসিন দেওয়া হয়?
    --- OPV ( Oral Polio Vaccine)

39.. বাতাসের বেগ এবং দিক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
    ---- অ্যানিমোমিটার

40.. কোহল সন্ধান কোন জীবাণু দ্বারা ঘটে?
    ---- ইস্ট

41.. যখন লোহার পেরেক এর উপর মরচে ধরে তখন পেরেকটির ওজনের কী পরিবর্তন হয়?
   ---- ওজন বৃদ্ধি পায়

42.. মানব শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গ কোনটি?
   ---- যকৃ্ত

43.. সমস্ত এসিডে যে উপাদানটি রয়েছে তা হলো?
    ---- হাইড্রোজেন

44.. যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা কে একটি নির্দিষ্ট ডিগ্রিতে রাখা হয় তাকে বলে?
    ---- থার্মোস্ট্যাট

45.. মানব দেহে হাড়ের সংখ্যা কয়টি?
    ----২০৬

46.. বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
    ---- আর্গন

47.. কেউ ভয় পেলে কোন হরমোন খরিত হয়?
    ---- অ্যাড্রিনালিন

48.. মহিলাদের শরীরে কোন ধরনের সেক্সচুয়াল ক্রোমোজোম সেট ?
   ---- XX

49.. AC তড়িৎ কে DC তে পরিবর্তন করতে সক্ষম কোন যন্ত্র? 
    ---- রেকটিফায়ার

50.. হাইড্রোজেন বোমা কে আবিস্কার করেন?

    ---- এডওয়ার্ড টেলর 



Next part will comeing soon....

Comments